পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ভারতীয় সেনা

0
221

সীমান্ত সংলগ্ন এলাকায় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে এক ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতের হামলার প্রতিক্রিয়ায় ৭ মে, বুধবার অব্যাহত গোলাবর্ষণ করে পাকিস্তানি সেনারা। পাকিস্তানি সেনাদের গুলিতে ঐ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ কুমার। বুধবার রাত ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার খবর জানানো হয়। এ পর্যন্ত সীমান্ত সংঘাতে নিহত ভারতীয় নাগরিকদের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর বা হোয়াইট নাইট কোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দীনেশ কুমার ৭ মে পাকিস্তানের গোলাবর্ষণের সময় প্রাণ হারিয়েছে।’

পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়।

সরকারি সূত্র বলছে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ভূগর্ভস্থ বাংকারে অবস্থান নিয়েছে। সীমান্ত থেকে দূরবর্তী এলাকার আরও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কামালকোট, সালামাবাদ, দাচনা ও গিঙ্গাল গ্রামে পাকিস্তানের গোলা আঘাত হানে।

গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এদিকে হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ নিহত ও ৪৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।


তথ্যসূত্র:
1. Day of intense shelling by Pakistan ends in news of soldier’s death
– https://tinyurl.com/426xum4t
2. Indian Army soldier martyred as Pakistan resorts to cross-border shelling to hide Operation Sindoor humiliation
– https://tinyurl.com/ycx5hkz9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় মুজাহিদদের “গেটস অফ হেল” অপারেশন: ১০ জায়োনিস্ট সৈন্য ও ২টি প্রশিক্ষিত কুকুর নিহত
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত