
বিগত ২ মাসে ১২৫ টি হালকা ও ভারী অস্ত্র সংস্কার ও ব্যবহার উপযোগী করেছে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর ২০৯ তম আল-ফাতহ সামরিক কোর। ফারিয়াব প্রদেশে অবস্থিত সংশ্লিষ্ট কোরের অন্তর্গত ১ম পদাতিক ব্রিগেডের টেকনিক্যাল বিভাগ এক্ষেত্রে ভূমিকা পালন করেছে।
সচলকৃত অস্ত্রসমূহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৬টি রাশিয়ান অ্যাসল্ট রাইফেল, ১০টি পিকে মেশিনগান, ১৬টি ক্লাশিনকোভ, ৩টি আর-পিকে মেশিনগান, ২৩টি এম-২৪০ রাইফেল, ৮টি এম-২৯৪ রাইফেল, ৪৫টি এম-১৬ রাইফেল, ৯টি এম-২ অ্যাসল্ট রাইফেল এবং ৫টি বিমান বিধ্বংসী বন্দুক।
ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে সামরিক অস্ত্রশস্ত্র ও যানবাহন মেরামত করার মাধ্যমে দক্ষতার জানান দিয়ে যাচ্ছে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী।
তথ্যসূত্র:
1. Al Fath Corps Repairs 125 Weapons
– https://tinyurl.com/3sshzr6h