ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা খেলা

0
135

ইসলামি শরিয়তের বিধানকে মেনে চলার অংশ হিসেবে আফগানিস্তানে দাবা খেলা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত কার্যকর করেছে।

গত ১১ মে খামা প্রেসের খবরে বলা হয়েছে, আফগান ক্রীড়া মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, শরীয়তের আলোকে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময়ে আফগানিস্তানের ভেতরে দাবা সংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

প্রতিবেদনে আরও জানা যায়, কিছু দাবা খেলোয়াড় সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আর্থিক সহায়তা ও অনুমতির আবেদন করেছিল। তবে তাদের আবেদন বাতিল করে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

এছাড়াও দেশটির দাবা ফেডারেশনের সব কার্যক্রম বন্ধ করে খেলাটিকে শরীয়তের আলোকে ‘হারাম’ ঘোষণা করা হয়েছে। ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার পর থেকে আফগান সমাজ থেকে ইসলাম বিরোধী সংস্কৃতি, অনৈতিক খেলাধুলা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড দূর করতে ধারাবাহিকভাবে ব্যবস্থা নিয়ে আসছে।


তথ্যসূত্র:
1. Chess banned in Afghanistan due to religious restrictions
– https://tinyurl.com/rr4aatjt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১২৫টি হালকা ও ভারী অস্ত্র ব্যবহার উপযোগী করেছে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধআবারও বর্বর ইসরায়েলি হামলায় গাজায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত