আবারও বর্বর ইসরায়েলি হামলায় গাজায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনি নিহত

0
37

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে। ১১ মে, রবিবার রাতভর মধ্য গাজার দেইর আল-বালাহ, দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও গাজা শহরের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়।

বার্তাসংস্থা আনাদোলু ও স্থানীয় চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, লক্ষ্য ছিল মূলত বেসামরিক আশ্রয়প্রার্থী মানুষজন—বিশেষ করে তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলো। ড্রোন ও বিমান হামলায় নিহতদের মধ্যে রয়েছে শিশু, তরুণ, বৃদ্ধসহ ঘুমন্ত পরিবার। বর্বর ইসরায়েল দাবি করছে এটি সামরিক অভিযান, কিন্তু বাস্তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

পুরো রাতজুড়ে দেইর আল-বালাহতে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় তিনজনের মৃত্যু হয়, আহত হন অনেকে। খান ইউনিসে এক পরিবারের তাঁবুতে হামলায় বাবা-ছেলে নিহত হন, পাশাপাশি আরেক তাঁবুতে দুই শিশুসহ চারজন প্রাণ হারান। আল-মাওয়াসি এলাকায় পৃথক দুটি তাঁবুতে হামলায় নিহত হন চারজন, যার মধ্যে রয়েছে আরও দুই শিশু। একই এলাকায় একটি সাইকেল লক্ষ্য করে চালানো হামলায় এক তরুণের মৃত্যু হয়।

গাজার উত্তরে জাবালিয়া ও পূর্ব খান ইউনিসে গোলাবর্ষণে হতাহত হন আরও অনেকে। খান ইউনিসে একটি গাড়ি লক্ষ্য করে হামলায় চারজন ও গাজা শহরে আরেক হামলায় পাঁচজন নিহত হন, যাদের একজন শিশু। আল-তুফাহ এলাকায় আবাসিক ভবন ধ্বংস করা হয়, আর ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলায় দুজন আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ৫২,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনির—এদের অধিকাংশই নারী ও শিশু।


1. Israel kills 26 Palestinians, including 8 children, in Gaza
– https://tinyurl.com/38jdhukc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা খেলা
পরবর্তী নিবন্ধচার দশকের বিদ্রোহের অবসান, নিজেদের বিলুপ্ত ঘোষণা করল কুর্দিরা