
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গৃহহীন ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ শিশুও রয়েছে। ১১ মে, রবিবার রাতভর মধ্য গাজার দেইর আল-বালাহ, দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও গাজা শহরের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়।
বার্তাসংস্থা আনাদোলু ও স্থানীয় চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, লক্ষ্য ছিল মূলত বেসামরিক আশ্রয়প্রার্থী মানুষজন—বিশেষ করে তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলো। ড্রোন ও বিমান হামলায় নিহতদের মধ্যে রয়েছে শিশু, তরুণ, বৃদ্ধসহ ঘুমন্ত পরিবার। বর্বর ইসরায়েল দাবি করছে এটি সামরিক অভিযান, কিন্তু বাস্তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
পুরো রাতজুড়ে দেইর আল-বালাহতে বর্বর ইসরায়েলি ড্রোন হামলায় তিনজনের মৃত্যু হয়, আহত হন অনেকে। খান ইউনিসে এক পরিবারের তাঁবুতে হামলায় বাবা-ছেলে নিহত হন, পাশাপাশি আরেক তাঁবুতে দুই শিশুসহ চারজন প্রাণ হারান। আল-মাওয়াসি এলাকায় পৃথক দুটি তাঁবুতে হামলায় নিহত হন চারজন, যার মধ্যে রয়েছে আরও দুই শিশু। একই এলাকায় একটি সাইকেল লক্ষ্য করে চালানো হামলায় এক তরুণের মৃত্যু হয়।
গাজার উত্তরে জাবালিয়া ও পূর্ব খান ইউনিসে গোলাবর্ষণে হতাহত হন আরও অনেকে। খান ইউনিসে একটি গাড়ি লক্ষ্য করে হামলায় চারজন ও গাজা শহরে আরেক হামলায় পাঁচজন নিহত হন, যাদের একজন শিশু। আল-তুফাহ এলাকায় আবাসিক ভবন ধ্বংস করা হয়, আর ওল্ড গাজা স্ট্রিটের একটি মসজিদেও বিমান হামলায় দুজন আহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে ৫২,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনির—এদের অধিকাংশই নারী ও শিশু।
1. Israel kills 26 Palestinians, including 8 children, in Gaza
– https://tinyurl.com/38jdhukc