
চার দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে নিজেদের সশস্ত্র দলকে বিলুপ্ত ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। ১২ মে, সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা সব ধরনের সামরিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করছে।
তুর্কি-কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে, বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে জানানো হয়, পিকেকে তাদের ‘ঐতিহাসিক মিশন’ শেষ করেছে।
পিকেকে’র এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ৪০ বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটল। এই দীর্ঘ যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
উল্লেখ্য, পিকেকে প্রধান আবদুল্লাহ ওজালান ১৯৯৯ সাল থেকে তুরস্কে যাবজ্জীবন সাজা ভোগ করছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক বিবৃতিতে তিনি সব সশস্ত্র গ্রুপকে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই ঘোষণার ধারাবাহিকতায় সংগঠনটি নিজেদের বিলুপ্তির ঘোষণা দেয়।
1. PKK to disband, potentially ending decades of conflict in Turkiye
– https://tinyurl.com/54duayza