
ভারতে তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদে ‘করাচি বেকারি’ নামের একটি জনপ্রিয় বেকারির দোকানে ভাঙচুর চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্মীরা। পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক উত্তেজনার পটভূমিতে এ হামলা হয় বলে জানা গেছে।
গত ১২ মে ‘মুসলিম মিরর’-এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ১০ মে বিকেল ৩টার দিকে শামশাবাদের আরজিআই বিমানবন্দর থানার অধীনে অবস্থিত করাচি বেকারির একটি শাখায় হামলার ঘটনা ঘটে। সেখানে হাজির হয়ে বিজেপি কর্মীরা সাইনবোর্ডের ওপর লাঠি দিয়ে আঘাত করে। তারা পাকিস্তানবিরোধী স্লোগান দেয় এবং পাকিস্তানি পতাকা মাটিতে ফেলে পদদলিত করে উত্তেজনা সৃষ্টি করে।
স্থানীয় থানার পরিদর্শক কে. বালারাজু জানায়, ‘ঘটনার সময় পুলিশ উপস্থিত হয়ে তাদের আটক করে। তবে করাচি বেকারি কোনো অভিযোগ না করায় পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়।’ পুলিশ জানায়, ‘বিজেপি কর্মীরা দোকানের নাম নিয়ে আপত্তি জানায় এবং সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে।’
হায়দারাবাদের করাচি বেকারি প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে। ভারতের স্বাধীনতার আগের করাচি শহরের সঙ্গে প্রতিষ্ঠাতার শিকড় জড়িত থাকায় বেকারিটির এমন নাম। নামটি ঘিরে আগেও বহুবার হামলা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ তাদের ঐতিহাসিক নাম বদলায়নি।
তথ্যসূত্র:
1. Karachi Bakery in Hyderabad vandalised by BJP workers demanding name change
– https://tinyurl.com/5e4ujvjv