
গাজায় ইসরায়েলি হামলার নিন্দা এবং ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাতে গত ৩০ মে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে হাজার হাজার নাগরিক বিক্ষোভ সমাবেশে একত্রিত হয়েছেন। সমাবেশগুলোতে আলেম, উপজাতীয় প্রবীণ, স্থানীয় কর্মকর্তা এবং যুবসমাজসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এতে গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীগণ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন।
এর আগে উক্ত সমাবেশে অংশগ্রহণের জন্য দেশের সকল নাগরিকদের আহ্বান জানিয়েছিলেন ইমারতে ইসলামিয়ার হজ্ব ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সমাবেশের পাশাপাশি দেশের সকল মসজিদে এই সংক্রান্ত আলোচনা ও দোয়া কর্মসূচি পালনের জন্য মন্ত্রণালয়ের তরফ থেকে নির্দেশনা দেয়া হয়।
চলমান সহিংসতার ব্যাপারে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও কিছু মুসলিম দেশের নীরবতার ব্যাপক সমালোচনা করেছেন আফগানবাসী।
তারা গাজায় উদ্ভূত মানবিক সংকট জোরালোভাবে তুলে ধরেছেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনের ফলে ৫৪ হাজারের অধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও ১ লক্ষ ২৩ হাজারের অধিক লোক।
এই নৃশংসতা বন্ধ ও মানবিক মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীগণ। এই অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া সকলের উপর ফরজ বলে আলেমগণ বর্ণনা করেছেন। তারা উল্লেখ করেন, নীরব থাকা আর ইসরায়েলের নিপীড়নের সাথে সরাসরি জড়িত থাকার মধ্যে কোনও পার্থক্য নেই।
মজলুম ফিলিস্তিনি জাতির পক্ষে এবং আল-কুদসের পবিত্রতা রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আফগানবাসী।
উক্ত বিক্ষোভ কর্মসূচি ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে একটি ব্যাপক নিন্দার বহিঃপ্রকাশ, এছাড়া এটি গাজাবাসীর জন্য আফগান মুসলমানদের বাহ্যিক ও আধ্যাত্মিক সমর্থনের আহ্বান।
উল্লেখ্য যে, গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রথম থেকেই রাষ্ট্রীয় বিবৃতি প্রকাশ করে এসেছে ইমারতে ইসলামিয়া সরকার। এবার রাষ্ট্রীয় উদ্যোগে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।
তথ্যসূত্র:
1. Mass Rallies Across Provinces Condemn Israeli Attacks on Gaza
– https://tinyurl.com/5x7rej6s