সীমান্তে চোখ বেঁধে নারী ও শিশুসহ ১৩ জনকে পুশ ইন বিএসএফের

0
7

ফেনীতে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৩০ মে) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্তে তাদের পুশইন করা হয়।

আটকদের মধ্যে ছয়জন শিশু ও তিনজন নারী রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ তাদের প্রথমে হাত ও চোখ বেঁধে সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে ছাগলনাইয়া উপজেলার মটুয়া সীমান্ত পিলার ২১৯৪-৪-এস এলাকায় হাত ও চোখের বাঁধন খুলে কৌশলে তাদের বাংলাদেশে পুশইন করে। একপর্যায়ে তারা মটুয়া এলাকায় পরিত্যক্ত একটি বাড়িতে অবস্থান করলে বিজিবির ছাগলনাইয়া বিওপির টহল দল তাদের আটক করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে। আটকরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা বিভিন্ন সময় ইটভাটায় কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়।


তথ্যসূত্র:
১. ফেনীতে চোখ বেঁধে শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ
– https://tinyurl.com/bdd8w35v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত
পরবর্তী নিবন্ধভারতে বোরকা পরে মন্দিরে প্রবেশ, দাঙ্গা বাধানোর চেষ্টাকালে হিন্দু যুবক আটক