জাল সনদে স্কুল কমিটির সভাপতি মাদক মামলার আসামি ছাত্রদল নেতা

0
18

চট্টগ্রামে জাল সনদে একটি স্কুলের এডহক কমিটির সভাপতির পদ বাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে সাবেক এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ওই ছাত্রদল নেতা আবার একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামিও।

জানা গেছে, চলতি বছরের ২৪ মার্চ বোয়ালখালী উপজেলার উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যের একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

গণমাধ্যমের বরাতে জানা যায়, নীতিমালা অনুযায়ী স্কুল কমিটির সভাপতি হতে হলে তাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। মোহাম্মদ আলী শিক্ষা বোর্ডে দাখিল, আলিম ও স্নাতক পাসের সনদ জমা দেয়। স্নাতক পাসের সনদ হিসেবে সে সাদার্ন ইউনিভার্সিটির একটি কাগজ দেয়। ওই সনদ অনুযায়ী, ২০০৩ সালে ওই ইউনির্ভাসিটি থেকে ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগ থেকে পাস করেছে

কিন্তু, সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এ বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত নামে কোন বিষয় নেই। আছে ইসলামিক স্টাডিজ নামে একটি বিভাগ, যাও আবার চালু হয়েছে ২০১০ সালে।

এদিকে, মোহাম্মদ আলী একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি বলেও জানা গেছে। ২০২১ সালের ২৮ অক্টোবর এক হাজার লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় মোহাম্মদ আলীকে আসামি করে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সুমন কান্তি দে। বোয়ালখালী থানায় করা এ মামলার তদন্ত শেষে এসআই রহমত উল্লাহ আদালতে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।


তথ্যসূত্র:
১. জাল সনদে স্কুল কমিটির সভাপতি ছাত্রদল নেতা
– https://tinyurl.com/y4hxbu3m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘের মানবাধিকার কমিশনকে লাল কার্ড দেখিয়ে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার বাগছাসের কেন্দ্রীয় নেতা