দেশে প্রতি চার জনে এক জন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে: এমপিআই

0
26

বাংলাদেশে প্রতি চার জন নাগরিকের মধ্যে এক জন অর্থাৎ মোট জনসংখ্যার ২৪ দশমিক ০৫ শতাংশ বা ৩ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে। দেশের প্রথম বারের মতো জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক (এমপিআই) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই প্রতিবেদন প্রকাশ করে।

বহুমাত্রিক দারিদ্র্য বলতে বোঝায় আয়-ভিত্তিক দারিদ্র্যের প্রচলিত মাপকাঠির বাইরে গিয়ে স্বাস্থ্য, শিক্ষা ও জীবনমানসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার চিত্র তুলে ধরে দারিদ্র্য পরিমাপের একটি পদ্ধতি। যেখানে সাধারণ মানুষের মধ্যে যারা শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে, প্রয়োজনীয় নূন্যতম স্বাস্থ্যসেবা নিতে পারে না। এছাড়া জীবন ধারণের জন্য অন্যান্য বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারছে না তাদের এই বহুমাত্রিক দরিদ্র্য হিসেবে গণ্য করা হয়েছে। ২০১৯ সালের তথ্যের ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদনে গ্রাম ও শহরের মধ্যে দারিদ্র্যের প্রকট বৈষম্য ফুটে উঠেছে। গ্রামীণ অঞ্চলে বহুমাত্রিক দারিদ্র্যের হার ২৬ দশমিক ৯৬ শতাংশ, যেখানে শহরাঞ্চলে এই হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। প্রতিবেদনটি অঞ্চলভিত্তিক দারিদ্র্যেও তীব্র বৈষম্যের চিত্র তুলে ধরে। দেশের পাঁচটি জেলা বান্দরবান, কক্সবাজার, সুনামগঞ্জ, রাঙ্গামাটি ও ভোলায় এই হার ৪০ শতাংশেরও বেশি। এর বাইরে সবচেয়ে বেশি সিলেট বিভাগে ৩৭ দশমিক ৭০ শতাংশ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে বাস করে।

শিশুরা দারিদ্র্যের সবচেয়ে বেশি শিকার ২৮ দশমিক ৭০ শতাংশ শিশু বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে, যেখানে প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার ২১ দশমিক ৪৪ শতাংশ। ঢাকায় এক মতবিনিময় সেমিনারে এই প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।


তথ্যসূত্র:
১. দেশে প্রতি চার জনে এক জন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে
– https://tinyurl.com/2butddjd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাবান্ধা সীমান্ত দিয়ে একজনকে ফেরতসহ ০৯ জনকে পুশ-ইন করলো বিএসএফ
পরবর্তী নিবন্ধউপকারভোগীদের ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে