দেশকে অস্থিতিশীল করতে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’; এক মেজরসহ আটক ২২

0
133

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ‘গোপন বৈঠক’ আয়োজনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এক মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়ে তদন্ত করছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এ ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরার কে বি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও তৃণমূল কর্মীরা অংশ নেয়। সেখানেই ‘সরকার উৎখাত ও শেখ হাসিনার প্রত্যাবর্তন’ নিয়ে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা হয়।

ডিবি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে যুবলীগ নেতা সোহেল রানা ও আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন (শম্পা)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়। জানা যায়, সে সরকারের বিরুদ্ধে নাশকতামূলক প্রশিক্ষণ দেয়। বৈঠক চলাকালে কনভেনশন সেন্টারের সব সিসিটিভি ক্যামেরাও বন্ধ রাখা হয়।


তথ্যসূত্র:
১. নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতা–কর্মীদের ‘গোপন বৈঠক’, গ্রেপ্তার ২২
– https://tinyurl.com/4c4y3dkr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউপকারভোগীদের ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধট্রাম্পের হুমকিতে রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করল ভারত