দখলদার ইসরায়েলের হামলায় গাজায় একদিনে ১১৭ জন শহীদ, আহত ৮৬৬

0
27

গাজায় ইহুদিবাদী দখলদার ইসরায়েলের নির্মম হামলা ও অবরোধে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ আগস্ট, রবিবার ইসরায়েলি হামলায় ১১৭ জন শহীদ এবং ৮৬৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই গণহত্যায় এখন পর্যন্ত ৬০,৮৩৯ জন ফিলিস্তিনি শাহাদাতবরণ করেছেন, যার মধ্যে ১,৪৮৭ জন খাদ্য সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সৈন্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার বর্বর ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, ১০,৫৭৮ জন আহত হয়েছেন খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সৈন্যদের গুলিবর্ষণের ফলে। মার্চ ১৮, ২০২৫ থেকে ইসরায়েলি বাহিনী তাদের গণহত্যা তীব্রতর করার পর থেকে ৯,৩৫০ জন নিহত এবং ৩৭,৫৪৭ জন আহত হয়েছেন।

গাজার বিভিন্ন এলাকায় এখনও অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা উদ্ধার করতে ফিলিস্তিনি রেসকিউ টিমগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা, আর্টিলারি শেলিং এবং স্নাইপার ফায়ারের কারণে উদ্ধার কাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানির মারাত্মক সংকট তৈরি হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, গাজায় ৫০০-৬০০ ট্রাক খাদ্যসামগ্রী প্রতিদিন প্রয়োজন, কিন্তু ইসরায়েলের বাধার কারণে তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে ৯৩ শিশু এবং ৮২ প্রাপ্তবয়স্ক অপুষ্টি ও দুর্ভিক্ষের কারণে মৃত্যুবরণ করেছেন।

ইসরায়েলি সৈন্যরা খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে গুলি চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে শহীদ করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মে ২৭ থেকে জুলাই ৩১ পর্যন্ত ৮৫৯ জন ফিলিস্তিনি খাদ্য সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সৈন্যদের হাতে শহীদ হয়েছেন।


তথ্যসূত্র:
1. Gaza: Hospitals receive 117 martyrs, death toll climbs to 60,839
– https://tinyurl.com/2mr9stjr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়া || আফগুয়ের উপকণ্ঠে শাবাবের দ্বিতীয় দিনের অভিযানে অন্তত ৩১ উগান্ডান সৈন্য হতাহত
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু সামরিক কনভয়ে মুজাহিদদের হামলা: নিহত অন্তত ৮ শত্রু সেনা