সিরাজগঞ্জে টানা বৃষ্টিতে ০২ কিলোমিটার রাস্তা কর্দমাক্ত; ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

0
29

সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির ক্ষিরিতলা রেখার মোড় থেকে প্রতাবদিঘী পর্যন্ত রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছেন এক দল যুবক। এ ব্যতিক্রমী প্রতিবাদের সাথে তারা দাবি করেন রাস্তাটি সংস্কারের। ক্ষিরিতলা রেখার মোড় থেকে খোদ্দাপুর কবরস্থান পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ কাঁচা কর্দমাক্ত রাস্তা দিয়ে বৃষ্টির দিনে পায়ে হেঁটে যাতায়াত করা খুবই দুরূহ হয়ে দাঁড়ায়। গত কয়েক বছর আগে রাস্তায় কর্মসূচির কাজ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ রাস্তা দিয়ে মসজিদ, মাদরাসা ও কবরস্থানের নিয়মিত কয়েক হাজার লোকজন যাতায়াত করে।

প্রতাব মাদরাসার মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। মাদরাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিদারুণ কষ্টে এ পথে চলাচল করে। ষাটোর্ধ আবু তাহের বলেন, আমার জীবনে এ রাস্তায় কোনো উন্নয়ন দেখিনি। উন্নয়নবঞ্চিত প্রতাবদিঘী ও ক্ষিরিতলা এলাকার অধিকাংশ মানুষের আবাদী ফসল বৃষ্টির দিনে হাটবাজারে নেয়া কষ্টকর হয়।


তথ্যসূত্র:
১. রায়গঞ্জে রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ
– https://tinyurl.com/4jxrw3kp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার তেল কেনার ‘শাস্তি’, ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করল ট্রাম্প
পরবর্তী নিবন্ধ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স