বিপুল অঙ্কের টাকা নিয়ে ভারতে পালানোর সময় সীমান্তে আটক দিপু মনির ভাগনে

0
49

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনির ভাগনে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে তিন দালালসহ আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানায়, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে দিপু মনির ভাগনে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হয়। তারা রিয়াজের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে।

শনিবার দুপুরে এ খবর জানতে পেরে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ রিয়াজ উদ্দীনকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে মহেশপুর ৫৮ বিজিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।


তথ্যসূত্র:
১. ভারতে পালানোর সময় দিপু মনির ভাগনেসহ আটক ৪
– https://tinyurl.com/mrx3ps7r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের সমগ্র গাজা দখলের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধজাবির হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ