
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ফাদাঙ্গুরমা রাজ্যে সম্প্রতি জান্তা বাহিনীর দুটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে শত্রু বাহিনীর ৮ সেনা সদস্য নিহত হয়েছে।
‘জেএনআইএম’ এর অন্যতম মিডিয়া শাখা আয-যাল্লাকা গত ১৩ আগস্ট প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করেছে যে, মুজাহিদিনরা গত রবিবার ফাদাঙ্গুরমা রাজ্যের কোম্বারিতে জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থানে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। এতে জান্তা বাহিনীর ৬ সদস্য নিহত হয় এবং অন্য সৈন্যরা সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়। শত্রু সৈন্যদের এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নেন এবং ঘটনাস্থল থেকে পাঁচটি ক্লাশিনকোভ রাইফেল এবং অন্যান্য সরঞ্জাম গনিমত লাভ করেন।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, মুজাহিদিনরা গত মঙ্গলবার, ফাদাঙ্গুরমা রাজ্যের নাগারি এলাকায় আরও একটি শত্রু সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন। এদিন সামরিক ঘাঁটিতে মুজাহিদদের হামলায় অন্তত ২ জান্তা সদস্য নিহত হয়। এসময় মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ১টি পিকা, ১টি আরপিজি, ১টি ক্লাশিনকোভ এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন।


