মন্ত্রীসভার বৈঠকে নাগরিকদের চিন্তাগত বিভেদ রোধ করতে বিশেষভাবে নির্দেশ দিলেন আমীরুল মু’মিনীন

0
82

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত ইমারতে ইসলামিয়ার মন্ত্রীসভার ৪র্থ বৈঠকে জ্ঞানগর্ভ বক্তব্য প্রদান করেছেন আমীরুল মু’মিনীন মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ।

এই সময় জনগণের দ্বীনি সচেতনতা বৃদ্ধি, সমাজে চিন্তার পরিশুদ্ধি, অসদাচরণ ও ভ্রান্ত আকিদা-বিশ্বাস থেকে নাগরিকদের বিরত রাখতে তিনি সদস্যদের প্রতি আহ্বান জানান। ঐক্য ও সংহতি জোরদার এবং চিন্তাগত বিভেদ প্রতিরোধ করতে তিনি কর্মকর্তাদের বিশেষ জোর দিতে বলেন।

নিষ্ঠার সাথে দায়িত্ব সম্পাদন, আইনের সঠিক বাস্তবায়ন, জনগণের অভিযোগ সমাধান ও তাদেরকে আন্তরিক সেবা সরবরাহের গুরুত্ব সম্পর্কে মন্ত্রীসভার সদস্যদের প্রতি তিনি নসিহত পেশ করেন। তিনি জোর দিয়ে বলেন, দ্বীনি ইলম অর্জনের মধ্যে নিহিত রয়েছে ইমারতে ইসলামিয়ার স্থিতিশীলতা।

তিনি আরও বলেন, মহান আল্লাহর নাযিলকৃত প্রতিটি বিধানের প্রতি আমাদেরকে আনুগত্য করতে হবে। কেননা সম্পূর্ণ ইসলামী শরিয়াহভিত্তিক বর্তমান ইমারতে ইসলামিয়ার সংবিধান প্রতিষ্ঠা করা হয়েছে যা ছিল জনগণের প্রাণের আকাঙ্ক্ষা।

বৈঠকে মতবিনিময়ের মাধ্যমে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১) কাবুল শহরে বিভিন্ন এলাকায় প্রয়োজন প্রেক্ষিতে মসজিদ নির্মাণের দায়িত্ব কাবুল পৌরসভাকে অর্পণ করা হয়েছে। নির্মাণ শেষে মসজিদ পরিচালনার দায়িত্ব হজ্ব ও ওয়াক্‌ফ মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর করতে হবে।

২) আফগান কারাবন্দীদের অবস্থা, সংশ্লিষ্ট মামলাসমূহ, কারাবাসের সময়কাল, তাদের উপর আরোপিত দণ্ডবিধি প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আমীরুল মু’মিনীন।

৩) মসজিদ, মাদ্রাসা, স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি গুরুত্ব বাড়াতে বিভিন্ন কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটিগুলো হজ্ব ও ওয়াক্‌ফ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, উচ্চশিক্ষা মন্ত্রণালয় এবং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠন করা হয়েছে, যেন সংশ্লিষ্ট বিষয়ে দেশব্যাপী ব্যাপক মূল্যায়ন পরিচালনা করা যায়।

বৈঠকে গ্রামীণ মাদ্রাসা ও মসজিদভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও সুসংহত করার বিষয়ে আলোকপাত করা হয়। সাধ্যের মধ্যে সর্বোচ্চ গুরুত্ব সহকারে এই বিষয়গুলোতে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়।


তথ্যসূত্র:
1. The cabinet of the Islamic Emirate conducts it’s fourth meeting in Kandahar
– https://tinyurl.com/bnuswb9e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৩য় সপ্তাহ, সফর ১৪৪৭ ||
পরবর্তী নিবন্ধএবার পশ্চিম তীরকে বিভক্ত করতে দুর্বৃত্ত ইসরায়েলের নতুন কৌশল