ইমারতে ইসলামিয়া সরকারের রাষ্ট্রীয় পদবী থেকে ‘ভারপ্রাপ্ত’ শব্দ বাদ দেয়ার নির্দেশনা

0
171

ইমারতে ইসলামিয়ার মন্ত্রীবর্গ ও মন্ত্রীপরিষদ সদস্যদের রাষ্ট্রীয় পদবী থেকে ‘ভারপ্রাপ্ত’ শব্দটি বাদ দেয়ার নির্দেশনা প্রদান করেছেন আমীরুল মু’মীনিন মৌলভী হিবাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। তালিবান সরকারের ৪র্থ বিজয় বার্ষিকী উপলক্ষ্যে এক বার্তায় তিনি এই নির্দেশ জারি করেছেন।

বার্তায় ইসলামী ব্যবস্থা ও মুসলিম উম্মাহ’র সেবায় নিষ্ঠার সাথে নিয়োজিত থাকতে তিনি কর্মকর্তাদের আহ্বান জানান। এছাড়া শহীদ পরিবার ও এতিমদের প্রতি বিশেষ যত্নশীল হতে এবং জিহাদের পথকে সম্মান করতে তিনি আহ্বান জানান।

২৪ আসাদ (১৫ই আগস্ট) একটি মহান ও ঐতিহাসিক বিজয়ের দিন হিসেবে তিনি উল্লেখ করেন এবং বলেন, এই বিজয় ইসলামী ব্যবস্থাকে শক্তিশালী করেছে, দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করেছে, দুর্নীতি, নিপীড়ন, দখলদারিত্ব, মাদক, চুরি, ডাকাতি ও লুণ্ঠন থেকে জাতিকে মুক্তি দিয়েছে।

উল্লেখ্য যে, আমেরিকা ও পশ্চিমা প্রভাবিত তথাকথিত আন্তর্জাতিক স্বিকৃতি না থাকায় কৌশলগত কারণে ‘অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী সরকার’ হিসেবে পরিচয় ধারণ করেছিল ইমারতে ইসলামিয়া সরকার। তাই মন্ত্রী ও মন্ত্রীপরিষদ সদস্যদের রাষ্ট্রীয় পদবীতে ‘ভারপ্রাপ্ত’ শব্দটি ব্যবহৃত হয়ে আসছিল।

কিন্তু আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইমারতে ইসলামিয়ার কূটনৈতিক, অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। অতি সম্প্রতি বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি জানিয়েছে। এছাড়া ইমারতে ইসলামিয়া বর্তমান আফগান জনগণের প্রতিনিধিত্বকারী একমাত্র সরকার। এমতাবস্থায় রাষ্ট্রীয় পদবীতে ‘ভারপ্রাপ্ত’ শব্দ উল্লেখ করা বাস্তবতা বিরোধী হিসেবে প্রতীয়মান হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4y3u2exw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅন্তঃসারশূন্য প্রতিবেদনের আড়ালে তথ্যচুরি ভারতীয় প্রতিষ্ঠানের, গচ্ছা গেছে ৫০০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপশ্চিম আফ্রিকায় মুজাহিদদের পৃথক অভিযানে অন্তত ৪ জান্তা সদস্য নিহত: ২টি সামরিক পোস্ট বিজয়