
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর গোয়া এবং লোরুম প্রদেশে দেশটির জান্তা বাহিনীর বিরুদ্ধে দুটি অভিযান পরিচালনা করেছেন মুজাহিদিনরা। এতে লোরুম প্রদেশে মুজাহিদদের অতর্কিত এক অভিযানেই অন্তত ৫ জান্তা সদস্য নিহত হয়েছে।
আয-যাল্লাকা মিডিয়ার তথ্যসূত্রে জানা যায়, আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা, গত ১৮ আগস্ট সোমবার, বুরকিনা ফাসোর লোরুম প্রদেশের টেনো শহরের উপকণ্ঠে একটি অতর্কিত অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি উক্ত এলাকায় জান্তা বাহিনীর একটি সেনা সমাবেশ লক্ষ্য করে চালানো হয়, এতে ঘটনাস্থলে পাঁচ শত্রু সৈন্য নিহত হয়। এই অভিযান শেষে মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ১টি ডিএসএইচকে, ১টি আরপিজি, ৬টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল এবং ৩টি মোটরসাইকেল গনিমত হিসাবে জব্দ করেন।
সূত্রমতে, একই দিনে, মুজাহিদিনরা গোয়া প্রদেশের তাম্বে এলাকায় জান্তা বাহিনীর একটি সামরিক পোস্টেও হামলা চালিয়েছেন। এতে অনির্দিষ্ট সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয়। সেই সাথে মুজাহিদিনরা ১টি আরপিজি, ৪টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল, ১০টি মোটরসাইকেল এবং অন্যান্য সরঞ্জাম গনিমত লাভ করেন।
উল্লেখ্য যে, জেএনআইএম মুজাহিদিন কর্তৃক বুরকিনা ফাসোর পূর্ব সীমান্ত এলাকাগুলোতে হামলা চালানো দীর্ঘদিন ধরেই স্বাভাবিক ছিলো। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলিতে পূর্ব সীমান্তের মতো দেশের উত্তরাঞ্চলেও ‘জেএনআইএম’ তাদের আক্রমণের তীব্রতা ও সংখ্যা বৃদ্ধি করেছে। ফলে দেশটির উত্তরাঞ্চলের প্রতিবেশি আইভোরি-কোস্ট, ঘানা, বেনিন, টোগো এবং নাইজেরিয়ায় মুজাহিদদের উপস্থিতি আগের যেকোনো সময় থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/ykx2aveu


