
দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহকে জাতীয় প্রকল্পে অর্থায়নের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে ইমারতে ইসলামিয়া সরকার। এই লক্ষ্যে আফগান কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া সরকারের অর্থ মন্ত্রণালয়।
নতুন এই ব্যবস্থায়, প্রথমত বিভিন্ন সরকারি সংস্থা থেকে জনকল্যাণমূলক প্রকল্পের প্রস্তাব সংগ্রহ করবে অর্থ মন্ত্রণালয়। অতঃপর প্রকল্পগুলোর আর্থিক পরিকল্পনা তৈরি করা হবে। পরবর্তীতে এগুলোতে অর্থায়ন ও বাস্তবায়নের জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে উৎসাহিত করা হবে।
কর্মকর্তাগণ জানান, এই উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য হল জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় ব্যাংকগুলোর জন্য বিনিয়োগের সুযোগ তৈরি করা, প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকগুলোর আয় বৃদ্ধি করা।
পদক্ষেপটি বাস্তবায়নের ফলে জনসাধারণের জন্য উপকারী প্রকল্পের সংখ্যা বৃদ্ধি পাবে, ব্যাংকগুলো তাদের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।
তথ্যসূত্র:
1. Commercial Banks to Finance National Projects in Afghanistan
– https://tinyurl.com/3eb8e9fh


