
গোপালগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম বাবরের ভাড়া বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশি একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে গোপালগঞ্জ পৌরসভার থানাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে যৌথ বাহিনীর একটি দল থানাপাড়া এলাকার কে এম বাবরের ভাড়া বাসায় প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা বাসার একটি বাথরুমের ফ্লাশারের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করে। পরে এগুলো গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
তথ্যসূত্র:
১.গোপালগঞ্জে বিএনপি নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার
-https://tinyurl.com/y9xymdxk


