
বিগত ১৪৪৬ হিজরি সালকে দেশের ব্যাংকিং খাতের জন্য একটি সমৃদ্ধ সময় হিসেবে উল্লেখ করেছে ইমারতে ইসলামিয়া সরকারের কেন্দ্রীয় ব্যাংক দা আফগানিস্তান ব্যাংক। এই সময় দেশের ব্যাংকিং সেক্টরে মূলধন উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতি হতে জানা যায়, এর আগের চন্দ্র বছরের তুলনায় বিগত বছরে ব্যাংকসমূহের মূলধন ৩০০ কোটি ডলার বৃদ্ধি পেয়েছে।
এছাড়া কেবল গত ৩ মাসের মধ্যেই ৭৯০ কোটি আফগানি দেশের ব্যাংকসমূহে জমা হয়েছে। যা ব্যাংকিং খাতের প্রতি নাগরিকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া সরকারের শাসনামলে মুদ্রানীতির সফল বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থার অর্জন করেছে দেশের ব্যাংকসমূহ। ফলে দেশের ব্যাংকিং সেক্টর ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে।
তথ্যসূত্র:
1. DAB Reports Growth in Banking Sector Capital and Public Trust
– https://tinyurl.com/4fmkn3bh


