গাজা দখল ইসরায়েলের জন্য বিপর্যয়কর হবে: আবু উবাইদাহ

0
148

জায়োনিস্ট বাহিনী কর্তৃক গাজা দখলের পরিকল্পনার মূল্য “শত্রু সেনাবাহিনীকে তার সৈন্যদের রক্ত ​​দিয়ে পরিশোধ করতে হবে” বলে সতর্ক করে দিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদাহ (হাফিযাহুল্লাহ্)।

ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদাহ, শুক্রবার ২৯ আগস্ট রাতে, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি লিখিত বিবৃতি প্রকাশ করেছেন। এতে তিনি জায়োনিস্ট ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার জবাবে বলেছেন যে, গাজা দখলের বিষয়ে ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে মুজাহিদিনরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে সর্বদা প্রস্তুত রয়েছেন। এই মুজাহিদিনরা তাদের বীরত্ব ও ত্যাগের অসামান্য উদাহরণ প্রদর্শন করবেন এবং আল্লাহর সাহায্যে, দখলদারদের কঠিন শিক্ষা দেবেন। ফলে গাজা দখলের পরিকল্পনার মূল্য “শত্রু সেনাবাহিনীকে তার সৈন্যদের রক্ত ​​দিয়ে পরিশোধ করতে হবে”। সেই সাথে মহান রব্বুল আলামিনের ইচ্ছায়, মুজাহিদদের হাতে নতুন করে আরও শত্রু সৈন্য বন্দী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

ইসরায়েলের পরিকল্পনার কথা উল্লেখ করে আবু উবাইদাহ (হাফিযাহুল্লাহ্) বলেন, যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার নাৎসি মন্ত্রীরা জীবিত শত্রু জিম্মির সংখ্যা অর্ধেক করে ফেলার এবং মৃত জিম্মিদের বেশিরভাগ মৃতদেহ স্থায়ীভাবে ধ্বংস করার জন্য অবিচলভাবে সিদ্ধান্ত নিয়েছে। আর এর জন্য শত্রু সেনাবাহিনী এবং তার সন্ত্রাসী সরকার সম্পূর্ণ দায় বহন করবে।” আর এটি দখলদারদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য ধ্বংসাত্মক ও বিপর্যয়কর হবে।

আবু উবাইদাহ আরও বলেন, তবে আমরা যতটা সম্ভব শত্রু জিম্মিদের রক্ষা করার চেষ্টা করবো, কিন্তু যুদ্ধক্ষেত্র এবং সংঘাতপূর্ণ অঞ্চলে একই ঝুঁকি এবং জীবনযাপনের পরিস্থিতিতে তারা আমাদের মুজাহিদিনদের সাথেই থাকবে। আর আমরা জায়োনিস্ট বাহিনীর আগ্রাসনের ফলে নিহত প্রতিটি বন্দীর নাম, ছবি এবং মৃত্যুর প্রমাণ প্রকাশ করে যাবো।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2ufm2wyb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় জান্তা বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে মুজাহিদদের হামলায় অন্তত ৬ শত্রু সেনা নিহত
পরবর্তী নিবন্ধআমদানিকৃত নিম্নমানের নির্মাণ সামগ্রী ও ভুট্টা ফেরত পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ