লক্ষ্মীপুরে মুসলিম কিশোরীকে জোরপূর্বক অপহরণের পর সাতদিন টানা ধর্ষণ করলো হিন্দু যুবক

1
187

জোরকরে তুলে নিয়ে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে সাতদিন আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় শনিবার (৩০ আগস্ট) ভুক্তভোগী তরুণীর করা মামলা আদালত থেকে রেকর্ড করেছে রায়পুর থানা পুলিশ। অভিযুক্ত হিন্দু যুবক জয় কুরি (২৫) তার অপর তিন সহযোগী আত্মগোপনে রয়েছে।

জানা গেছে, জেলা শহরের একটি বাসায় সাতদিন আটকে রেখে ধর্ষণ করেছে ওই কিশোরীকে।

ভুক্তভোগীর অভিযোগ, গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। সেখানে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যায়।

মামলার এজাহারে বলা হয়েছে, শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের হনার বাড়ির স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুরির ছেলে জয় কুরিসহ তিন থেকে চারজন এ ঘটনায় জড়িত। জয় কুরির খোঁজে তার বাড়িতে গেলে তার মা-বাবা খারাপ আচরণ করে বলেও উল্লেখ করা হয়েছে।


তথ্যসূত্র:
১.মুসলিম কিশোরীকে সাতদিন বন্দী রেখে ধর্ষণ, পলাতক জয় কুরি
-https://tinyurl.com/5bmwp8dt

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু বাহিনীর সামরিক কেন্দ্রে ইত্তেহাদুল মুজাহিদিনের ইস্তেশহাদী হামলা: হতাহত ৫৪ শত্রু
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানালো রোহিঙ্গা যুবসমাজ