শরিয়াহ বিরোধী কার্যকলাপের অভিযোগে ভণ্ড পীরকে গ্রেফতার করল ইমারতে ইসলামিয়া

0
202

আফগানিস্তানে শরিয়াহ বিরোধী কার্যকলাপের অভিযোগে ভণ্ড পীরসহ একটি গোষ্ঠীকে গ্রেফতার করেছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। গত ৭ সেপ্টেম্বর ‘পীর ইব্রাহীম’ নামে পরিচিত ওই গোষ্ঠীর সদস্যদের আটক করা হয়।

ইমারতে ইসলামিয়ার আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার (সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ) মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুফিবাদ ও ধর্মের নামে শরিয়াহবিরোধী কর্মকাণ্ড, বিদআত ও কুসংস্কার ছড়িয়ে সমাজে ভ্রান্ত ধারণা প্রচার করছিল।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী যেকোনো কাজের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর থাকবে। পাশাপাশি দেশের নাগরিকদের শরিয়াহ ও হানাফী ফিকহের মূলনীতি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1. د غیر شرعي کړنو په جرم د پیرانو یوه ډله نیول شوې
– https://tinyurl.com/kfu54cfb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতি রোধের লক্ষ্যে সরকারি চুক্তি সম্পাদনে নতুন আইন অনুমোদন করল ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধভিডিও || প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সরকারি সিদ্ধান্ত- প্রজন্ম ধ্বংসের কৌশলগত ষড়যন্ত্রের অংশ: প্রতিবাদ আলেম-উলামার