
ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদদের লেজার গান ও স্নাইপার হামলায় সামরিক বাহিনীর ২ সেনা সদস্য নিহত হয়েছে।
আইএমপি মুখপাত্র মাহমুদুল হাসান (হাফিযাহুল্লাহ) জানান, ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের মুজাহিদিনরা গত ১৪ সেপ্টেম্বর রবিবার রাত ৩:৩০ মিনিটের সময়, পাকিস্তানের খাইবার এজেন্সির তিরাহ উপত্যকায় একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি উক্ত এলাকায় অবস্থিত পাকিস্তান সামরিক বাহিনীর কান্ধার পোস্ট লক্ষ্য করে লেজার বন্দুক ব্যবহার করে চালানো হয়েছে। মুজাহিদদের এই আক্রমণের ফলে ঘটনাস্থলেই শত্রু বাহিনীর ১ সেনা সদস্য নিহত এবং ১টি নিরাপত্তা ক্যামেরাও ধ্বংস হয়ে যায়।
এমনিভাবে এদিন বিকাল ৩টায়, মুজাহিদিনরা খাইবার এজেন্সির সিদি-কান্দাও এলাকায় শত্রু সেনাবাহিনীকে টার্গেট করে একটি সফল স্নাইপার হামলা চালান। এসময় মুজাহিদদের স্নাইপারের আঘাতে আরও ১ শত্রু সেনা সদস্য নিহত হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yc276jby
– https://tinyurl.com/3vf93wb7


