
দখলকৃত কাশ্মীরে ভারতীয় প্রশাসনের দমননীতির বিরুদ্ধে খবর প্রচার করায় ডোডা, কিস্তোয়ার ও রামবান জেলায় অন্তত ৩০০’র বেশি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করেছে দখলদার প্রশাসন। বিজেপি নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
গত ১৫ সেপ্টেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে জানা গেছে, ডোডা জেলার বিধায়ক মিরাজ মালিকের গ্রেপ্তার পর সেখানে শুরু হওয়া বিক্ষোভ, বিজেপি-বিরোধী পোস্ট এবং পুলিশি দমন-পীড়নের ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় মাত্র তিন দিনের মধ্যে এসব অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।
জানা যায়, ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে সক্রিয় আইটি সেলগুলো মাঠপর্যায়ে ছবি, ভিডিও ও সাক্ষাৎকার প্রচারকারী অসংখ্য অ্যাকাউন্ট শনাক্ত করে নজরদারি চালায় দখলদার প্রশাসন। পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকজন অ্যাকাউন্ট পরিচালকের বিরুদ্ধে মামলা করারও সুপারিশ করা হয়েছে। এবং কিছু অ্যাকাউন্ট বন্ধের জন্য ভারতীয় সংস্থাগুলো ইতোমধ্যে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে।
তথ্যসূত্র:
1. 300 social media accounts blocked in Doda, Kishtwar and Ramban districts
– https://tinyurl.com/5n8huaha


