
আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভি সদর আজম উসমানি হাফিযাহুল্লাহ ১৬ সেপ্টেম্বর ভারতীয় বহুজাতিক কোম্পানি আর.সি. ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান গুরুবিন্দর সুন্নাহ মালহোত্রার সঙ্গে একটি বৈঠক করেছেন।
আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে তাজা ও শুকনো ফল, জাফরান, এবং ঔষধি গাছপালাসহ বিভিন্ন কৃষিপণ্যের রপ্তানি প্রসার ও বাজার সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে। মৌলভী উসমানি আফগান কৃষিপণ্যের গুণগত মানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, ‘আফগান কৃষিপণ্যগুলো উচ্চমানসম্পন্ন এবং ভারতীয় বাজারের চাহিদা পূরণে সক্ষম।’
এ সময় আর.সি. ইন্টারন্যাশনাল-এর চেয়ারম্যান গুরুবিন্দর মালহোত্রা তার কোম্পানির পক্ষ থেকে আফগান পণ্য ক্রয় ও ভারতীয় বাজারে সরবরাহ বৃদ্ধির জন্য পূর্ণ প্রস্তুতি এবং সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘আমরা আফগান কৃষিপণ্যের গুণগত মান এবং বাজার সম্ভাবনাকে গভীরভাবে বিবেচনা করছি এবং এটি ভারতীয় ভোক্তাদের কাছে পৌঁছে দিতে আগ্রহী।’
তথ্যসূত্র:
1. Indian Company Expresses Interest in Purchasing Afghan Agricultural Products
– https://tinyurl.com/5ayxauys


