ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের পৃথক অভিযানে নিহত অন্তত এক শত্রু সেনা, অসংখ্য আহত

0
179

ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদিনরা পাকিস্তান শত্রু সামরিক বাহিনীর বিরুদ্ধে পৃথক তিনটি স্থানে আক্রমণ পরিচালনা করেন। যাতে শত্রু সেনাবাহিনীতে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে।

ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুখপাত্র মাহমুদুল হাসান হাফিযাহুল্লাহ জানান, মুজাহিদিনরা গত ২৫ অক্টোবর, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহের মেল এলাকায় কারফিউ চলাকালীন সময়ে ল্যান্ডমাইন ব্যবহার করে শত্রু বাহিনীর একটি সামরিক যানবাহনকে লক্ষ্য করে হামলা চালায়। উক্ত সফল হামলায় শত্রু বাহিনীর কয়েক সদস্য ও সামরিকযানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদরা বান্নু জেলার এফআর জানি খেল এলাকায় অভিযানের সময় শত্রু বাহিনীর উপর স্নাইপার হামলা চালায়। এই সফল স্নাইপার হামলায় অন্তত এক সৈন্য নিহত হয়।

এছাড়াও ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) ২৬শে অক্টোবর মোহমান্দ এজেন্সিতে এফসি-র উপর অতর্কিত হামলা চালিয়েছেন।
মোহমান্দ এজেন্সির বেজাই তহসিলের সার লারা এলাকায় অবস্থিত গুলপুর গান্দি পোস্ট থেকে যখন এফসি সদস্যরা বের হচ্ছিল, তখন ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি) এর মুজাহিদিনরা তাদের উপর অতর্কিত আক্রমণ করেন। এই আক্রমণেও শত্রু বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহতের প্রবল সম্ভাবনা রয়েছে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/bde8rn4u
https://tinyurl.com/26r8cjuj
https://tinyurl.com/5965tm8r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীর আগ্রাসনের ৭৮ বছর
পরবর্তী নিবন্ধতুরস্কে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি জানাল পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী