
অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে আক্রমণাত্মক-ভাবে ইসরায়েলি দখলদারিত্বের মডেল অনুসরণ করছে দখলদার ভারতীয় উগ্র হিন্দুত্ব-বাদী সরকার।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, নয়া দিল্লি ও তেল আবিব নিয়মিত দমন-পীড়ন নীতি, দখলদারিত্ব নীতি এবং জনসংখ্যা ইঞ্জিনিয়ারিং নীতি নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে ও সমন্বয় করছে।
বছরের পর বছর ধরে দখলদার সন্ত্রাসী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি মুসলমানদের উপর দমন-নীতি ও দখলদারিত্ব নীতি প্রয়োগ করে আসছে। দখলদার ভারত সরকার সেনাবাহিনীর মাধ্যমে সেই নীতি বাস্তবায়ন করছে। ফিলিস্তিন ও কাশ্মীর উভয় এলাকার জনসাধারণ নৃশংস মিলিটারি নির্যাতনের শিকার।
গত সাত দশক ধরে ফিলিস্তিন ও জম্মু- কাশ্মীরের মুসলিমরা একই অধিকারের দাবিতে সংগ্রাম করছে।
তথ্যসূত্র:
1. India aggressively replicating Israel’s model of occupation, apartheid in IIOJK
– https://tinyurl.com/y3udpf6a


