
ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর অন্তর্গত ২১৭ তম ওমারি কোরের ৪৫০ জন তরুণ সদস্য সফলভাবে তাদের সেনা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩ মাসের এই প্রশিক্ষণে সদস্যগণ সামরিক কৌশলগত ও আদর্শগত জ্ঞান লাভ করেছেন। গত ৪ নভেম্বর ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক্স পোস্টের বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সেনাসদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন মন্ত্রী মৌলভী মুহাম্মদ ইউনুস আখুন্দযাদা হাফিযাহুল্লাহ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ মৌলভী শাব্বির আহমদ ওসমানী হাফিযাহুল্লাহ, সংশ্লিষ্ট কোরের কমান্ডার মৌলভী শারাফুদ্দিন তাকি হাফিযাহুল্লাহ এবং অন্যান্য গণ্যমান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সফল প্রশিক্ষণ সম্পন্ন করায় সেনাসদস্যদের অভিনন্দন জানিয়েছেন কর্মকর্তাগণ। ইসলামী ব্যবস্থা রক্ষায় সেনাদের অবদান ও ত্যাগের জন্য তারা প্রশংসা করেছেন। সেনাসদস্যদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের প্রতি তারা সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
অনুষ্ঠানে নিজেদের সামরিক দক্ষতা ও কলাকৌশল প্রদর্শন করেছেন প্রশিক্ষণ সম্পন্নকারী সেনাগণ। পরিশেষে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3nbrw96v
2. https://tinyurl.com/ypy5huae


