
ভারতের মধ্য প্রদেশে মন্দিরের জন্য জায়গা ফাঁকা করতে মুসলিম মালিকানাধীন ১২ বাড়ী ও দোকান-পাট গুড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ব-বাদী বিজেপি সরকার। মধ্যপ্রদেশের উজ্জয়িনি এলাকায় মহাকাল নামক একটি মন্দিরের কাছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেগম-বাগ এলাকায় এই ঘটনা ঘটেছে।
গত বুধবার ( ০৫ নভেম্বর) এই ঘটনাটি ঘটে। কয়েকশত পুলিশ ও রাষ্ট্রীয় বাহিনীর উপস্থিতিতে এই ধ্বংসযজ্ঞ চালানোয়।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ২০২৮ সালে মধ্য প্রদেশে অনুষ্ঠিত হবে হিন্দুদের ‘বৃহৎ সিংহস্থ অনুষ্ঠান’। তারই প্রস্তুতি হিসেবে স্থানীয় মুসলিমদের বাড়ী গুড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ব-বাদীরা।
ইচ্ছাকৃত মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে চালানো এই ধ্বংসযজ্ঞের সময় উপস্থিত ছিল কয়েকশত পুলিশসহ স্থানীয় প্রশাসনের বাহিনী। ভুক্তভোগী মুসলিমরা যাতে কোনও বিক্ষোভ বা প্রতিবাদ না করতে পারে সেই লক্ষ্যে কঠোর ব্যবস্থা নিয়েছিল তারা।
ভুক্তভোগী মুহাম্মদ আইয়ুব নামে এক মুসলিম ব্যবসায়ীর দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘আমাদের জন্য বিকল্প কোনও ব্যবস্থা ছাড়াই হঠাৎ প্রশাসন চলে যেতে বলে। কয়েক দশক ধরে আমরা এখানে বসবাস ও ব্যবসা করছি। হঠাৎ, এই ধরণের সিদ্ধান্ত আমাদের জুলুম ও অন্যায়। আমরা মনেকরি শুধু মুসলিম পরিচয়ের কারণেই আমাদের সাথে এমন অবিচার করা হচ্ছে।
ভুক্তভোগী স্থানীয়রা বলছেন, প্রশাসন আইনি প্রক্রিয়ার আড়ালে মুসলিমদের প্রতি চরম বৈষম্য করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক স্থানীয় গণমাধ্যমকে জানান, মহাকাল মন্দিরের আশে-পাশে শুধু মুসলিমদের বাড়ীগুলোই গুড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলিম মালিকানাধীনর বাড়ী ছাড়াও আরও হিন্দুদের অনেক বাড়ী অবৈধভাবে স্থাপন করা হয়েছে। প্রশাসন সেগুলোতে দৃষ্টিপাত করছে না।
তথ্যসূত্র:
1. Muslim Properties Razed in Ujjain to Clear Land for 2028 Hindu Pilgrimage
-https://tinyurl.com/53kczd9m
———————————–


