বাদগিস প্রদেশে ১৪০০ হেক্টর জমিতে সেচের জন্য বৃহৎ বাঁধের নির্মাণ অগ্রগতি ৬০ শতাংশ

0
68

গত ৯ নভেম্বর আফগানিস্তানের বাদগিস প্রদেশের কাদিস জেলায় বৃহৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইউনুস আখুন্দযাদা হাফিযাহুল্লাহ। বৃহৎ এই বাঁধের নির্মাণ কাজ ৬০ শতাংশের অধিক পর্যন্ত সম্পন্ন হয়েছে।

এই প্রকল্পের লক্ষ্য হল কাদিস নদীর প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও বন্যা প্রতিরোধ।

নির্মিতব্য বাঁধটির উচ্চতা ৩২ মিটার। এটি ৩০ লক্ষ ঘনমিটার পর্যন্ত পানি ধারণ করতে পারবে। ১ কোটি ২৫ লক্ষ মার্কিন ডলার ব্যয়ে এটি নির্মিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট হতে অর্থায়ন করা হচ্ছে।

স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদের উন্নয়নের এই বাঁধ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ১৪০০ হেক্টর জমিতে সেচসুবিধা প্রদান করা সম্ভব হবে। এই প্রকল্পের ফলে স্থানীয় বাসিন্দাগণ অর্থনৈতিকভাবে উপকৃত হবে ইনশাআল্লাহ।

জনগুরুত্বপূর্ণ এই প্রকল্প স্থানীয়দের জীবনে ইতিবাচক প্রভাব তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4s8f7enu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার কাছে নৌকাডুবে ১৩ রোহিঙ্গা নিহত, শত শত নিখোঁজ