
পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে সামরিক কার্যক্রমের পাশাপাশি জোরদার দাওয়াহ কার্যক্রম পরিচালনা করছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। সেই ধারাবাহিকতায় দলটির মুজাহিদিনরা সম্প্রতি মালির টিম্বাকটু এবং ডুয়েন্তজা শহর বিভিন্ন এলাকায় প্রবেশ করেন। এসময় শত শত মুজাহিদ শহর জুড়ে বিভিন্ন মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, মাঠ এবং বাজারগুলোতে ছোট-বড় অনেক জনসভার আয়োজন করেন। এসকল জনসভা থেকে মুজাহিদিনরা জনসাধারণকে নববী পদ্ধতিতে সাহাবাওয়ালা দাওয়াহ দিতে থাকেন এবং শরিয়াহ্’র গুরুত্ব উপস্থাপন করেন।
মুজাহিদদের দাওয়াহ কার্যক্রমের কিছু স্থির চিত্র দেখুন…


