থাই-কম্বোডিয়া সীমান্তে হিন্দু দেবতার মূর্তি ভাংচুর, ক্ষুব্ধ ভারত

0
18

কম্বোডিয়ায় বিরোধপূর্ণ সীমান্ত এলাকায় হিন্দুদের দেবতা বিষ্ণুর একটি মূর্তি ধ্বংস করেছে থাইল্যান্ড। এ ঘটনার নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘এ ধরনের কর্মকাণ্ড সারাবিশ্বের অনুসারীদের অনুভূতিকে আঘাত করে এবং এমন ঘটনা ঘটা উচিত নয়।’ খবর এনডিটিভির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলে, ‘চলমান থাই-কম্বোডিয়া সীমান্ত বিরোধের জেরে হিন্দু দেবতার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। হিন্দুরা এর পূজা করে এবং আমাদের ঐতিহ্যের অংশ।’

গত জুলাই মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও, এই মাসে সংঘর্ষ আবার শুরু হয়।

প্রেয়া বিহারের সরকারি মুখপাত্র লিম চানপানহা জানান, ‘২০১৪ সালে নির্মিত ওই বিষ্ণু মূর্তিটি আন সেস এলাকায় থাইল্যান্ডের ভূখণ্ডের ভেতরে অবস্থিত। ২২ ডিসেম্বর (সোমবার) মূর্তিটি ধ্বংস করা হয়েছে।’

লিম চানপানহা বলে, ‘বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের কাছে উপাস্য প্রাচীন মন্দির ও মূর্তি ধ্বংসের ঘটনাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই।’

গত সোমবার (২২ ডিসেম্বর) থাই সামরিক বাহিনী একটি এক্সকাভেটর ব্যবহার করে বিষ্ণুর মূর্তিটি গুঁড়িয়ে দেয়। এটি থাইল্যান্ড সীমান্ত থেকে প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) দূরে ছিল।


তথ্যসূত্র:
https://tinyurl.com/2fxeddvj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে রাষ্ট্রীয় মদদে মুসলিম বিদ্বেষ ছড়ানোর সভা আয়োজন, মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের আহ্বান
পরবর্তী নিবন্ধওসমান হাদি হত্যাকাণ্ড: ভারতকে দায়ী করে ৫ দেশে বিক্ষোভ করল শিখরা