
হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের সামরিক নেতৃত্ব নিশ্চিত করেছে যে, মোগাদিশু বাহিনীর পালিয়ে যাওয়ার পর মুজাহিদিনরা দক্ষিণ সোমালিয়ার মাহাসাইদ এবং আদানলেহি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন।
আশ-শাবাবের প্রশাসনের সাথে যুক্ত একটি সংবাদমাধ্যম থেকে জানা যায়, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত কিছুদিন ধরেই রাজধানী মোগাদিশু থেকে ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওয়ারশেখ জেলার উপকন্ঠে শত্রু বাহিনীর বিরুদ্ধে তীব্র সামরিক অপারেশন পরিচালনা করছেন। এই অপারেশনের ধারাবাহিকতায় মুজাহিদিনরা গত ৩১শে ডিসেম্বর বুধবার সকাল থেকে মধ্য শাবেলি রাজ্যের দক্ষিণাঞ্চলে অগ্রসর হতে শুরু করেন। মুজাহিদদের এই অগ্রযাত্রার সংবাদ পেয়ে মোগাদিশু বাহিনী ভয়ে মাহাসাইদ এবং আদানলেহি এলাকা ছেড়ে পালিয়ে যায়। শত্রু বাহিনীর এই পলায়নের পর শান্তিপূর্ণভাবে এবং কোনো লড়াই ছাড়াই মুজাহিদিনরা ২টি এলাকার উপর সম্পন্ন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। বর্তমানে আশ-শাবাব মুজাহিদিনরা দুটি এলাকায় টহল দিচ্ছেন এবং তাওহীদের পতাকা উত্তোলন করেছেন।
উল্লেখ্য যে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন দেশটিতে পশ্চিমা-সমর্থিত মোগাদিশু সরকারকে উৎখাত করতে এবং আন্তর্জাতিক জোট বাহিনীকে দেশ থেকে বহিষ্কার করার লক্ষ্যে সামরিক অপারেশন জোরদার করেছেন। আশ-শাবাব প্রশাসন অঞ্চলটিকে পশ্চিমা প্রভাব মুক্ত করতে এবং একটি ব্যাপক ও স্বাধীন ইসলামী শরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3rea6rmz


