
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত শিল্প পার্কে চলতি বছরে বড় ও ছোট মিলিয়ে বিপুল সংখ্যক শিল্প কারখানা তাদের কার্যক্রম শুরু করেছে।
হেরাত প্রাদেশিক মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, ২০২৫ সালে হেরাত শিল্প পার্কে প্রায় ৩৫০টি বড় ও ছোট কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করেছে। তার মতে, শিল্পোদ্যোক্তাদের প্রতি সার্বিক সহায়তা, বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং অনুমোদন প্রক্রিয়ার সহজীকরণই শিল্প কার্যক্রমের এই প্রবৃদ্ধির প্রধান কারণ। এসব উদ্যোগের ফলে শিল্প পার্কে উৎপাদনমুখী পরিবেশ আরও সুসংহত হয়েছে।
এই কারখানাগুলোর সম্প্রসারণ একদিকে যেমন দেশীয় উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করছে, অন্যদিকে তেমনি হাজার হাজার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ফলে হেরাত প্রদেশে শিল্পখাতের এই অগ্রগতি সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্যসূত্র:
1. 350 large and small manufacturing factories have started their practical operations in Herat Industrial Park.
– https://tinyurl.com/58remfwy


