যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলা, শহীদ ২

0
51

দখলদার ইসরায়েলি বাহিনী আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে। এতে ২ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়। এ হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

সংবাদে বলা হয়, ৫ জানুয়ারি, সোমবার সন্ধ্যায় পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয় নেওয়া একটি তাঁবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু এলাকাটি ছিল সেই সব অঞ্চলের একটি, যেখান থেকে গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা প্রত্যাহার করে নিয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বর্বর ইসরায়েলি বাহিনী শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে। চুক্তি লঙ্ঘনের এসব ঘটনায় এখন পর্যন্ত ৪২২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৮৯ জন আহত হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলের দুই বছরব্যাপী গণহত্যা সাময়িকভাবে বন্ধ হয়। এই আগ্রাসনে প্রায় ৭১ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয় ১ লাখ ৭১ হাজার ২০০ জনের বেশি মানুষ, আর গাজা উপত্যকা পরিণত হয় এক বিশাল ধ্বংসস্তূপে।


তথ্যসূত্র:
1. Ukraine says 2 killed, 3 injured in overnight Russian airstrike on Kyiv
– https://tinyurl.com/44kyyppk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাত শিল্প পার্কে এক বছরে চালু হল ৩৫০ শিল্প কারখানা
পরবর্তী নিবন্ধইয়েমেনে UAE সমর্থিত শত্রুর সামরিক কনভয়ে আনসারুশ শরিয়াহ্’র হামলা