
আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় ২ জন কালোজাদু চর্চাকারী নারীকে আটক করেছে ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। এই ২ নারী পুরুষের মত পোশাক পরিধানে অভ্যস্ত ছিল, এছাড়া তারা পুরুষদের মত করে চুল আঁচড়াত। জনগণের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গত ৫ জানুয়ারি এই তথ্য জানানো হয়েছে।
পাকতিকা প্রদেশের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক বিভাগের প্রধান মোল্লা রহমতুল্লাহ হাফিযাহুল্লাহ জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং বিস্তারিত তদন্তের ভিত্তিতে উক্ত নারীদের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলোর সত্যতা প্রমাণিত হয়েছে।
এই ২ নারী নাগরিকদের প্রতারণা করতো এবং জনগণের ধর্মীয় বিশ্বাসে বিভ্রান্তি তৈরি করছিল। এছাড়া জাদুটোনার মাধ্যমে পারিবারিক সম্পর্ক নষ্ট করতো, এরা ইসলামী বিরোধী নানা কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অশান্তি তৈরি করছিল।
তিনি আরও জানান, অভিযুক্তদের কাছ থেকে জাদুটোনা সম্পর্কিত বেশ কিছু বই ও কালোজাদুতে ব্যবহার করা হয় এমন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
তদন্ত শেষে অভিযুক্তদের ইসলামি শরিয়াহ অনুযায়ী বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।
তথ্যসূত্র:
1. tinyurl.com/2berkvyr


