রাজধানী বামাকোর উপকন্ঠে সামরিক চেকপয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম মুজাহিদিনরা

0
118

পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোকে দিন দিন আরও সংকোচিত করে তুলছে আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। রাজধানীতে অর্থনৈতিক ও জ্বালানি অবরোধের পাশাপাশি শহরের উপকণ্ঠের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা এবং সেগুলো নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে দলটি।

সেই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায়, জেএনআইএম মুজাহিদিনরা কুলিকোরো রাজ্যের অন্তর্গত ফালানী এলাকায় একটি সামরিক অপারেশন পরিচালনা করেছেন। এলাকাটি রাজধানী বামাকো থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সোমবার মুজাহিদিনরা উক্ত এলাকায় জান্তা বাহিনীর একটি সামরিক চেকপয়েন্ট লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালান। এতে জান্তা বাহিনীর কতক সৈন্য হতাহতের শিকার হয় এবং অন্য সৈন্যরা জীবন বাঁচাতে নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যায়। সৈন্যদের (জান্তা) এই পলায়নের পর মুজাহিদিনরা চেকপয়েন্টটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/42k48khb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পাকতিকা প্রদেশে কালোজাদু চর্চাকারী ২ নারী আটক
পরবর্তী নিবন্ধফেলানী হত্যার ১৫ বছর; ন্যায় বিচারের দাবি ছাড়েনি পরিবার