
হেরাত প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিশেষায়িত সামরিক ও পেশাদার প্রশিক্ষণ সম্পন্ন করে প্রায় পাঁচ শত পুলিশ সদস্য স্নাতক হয়েছেন।
হেরাত প্রদেশের পশ্চিমাঞ্চলীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সর্বশেষ স্নাতক অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণপ্রাপ্ত এই পুলিশ সদস্যদের পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে মোতায়েন করা হবে, যেখানে তারা সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করবেন।
নবীন পুলিশ সদস্যদের চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম, তল্লাশি, সন্ত্রাসবাদ ও অপহরণ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি বিক্ষোভ পরিস্থিতি মোকাবিলা, অপরাধ সংঘটনের স্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম পরিচালনার কৌশলও তাদের শেখানো হয়।
প্রশিক্ষণ কেন্দ্রের একজন প্রশিক্ষক এহসানুল্লাহ জাবিদ বলেন, পুলিশ সদস্যদের আদর্শিক শিক্ষা, সমন্বিত অপারেশন পরিচালনা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, অস্ত্র ব্যবহার এবং নিরাপত্তা তল্লাশির সঠিক পদ্ধতির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রশিক্ষক মোহাম্মদুল্লাহ মানসুর বলেন, শহর ও গ্রামে দিনরাত জনগণের সঙ্গে কাজ করার ক্ষেত্রে পুলিশ সদস্যদের জন্য সামরিক ও বিশেষায়িত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় সমাজের ভেতর থেকে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে এই দক্ষতা কার্যকর ভূমিকা রাখে।
স্নাতক পুলিশ সদস্য আবদুল বারী বলেন, তিনি নিজ প্রদেশে ফিরে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন এবং সকলের সঙ্গে সম্মান ও সৌজন্যমূলক আচরণ বজায় রাখবেন। একইভাবে আবদুস সালাম জানান, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনগণের সঙ্গে সদাচরণ করাকে তারা দায়িত্বের অংশ হিসেবে দেখছেন।
হেরাত প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে এটি পঞ্চদশ স্নাতক ব্যাচ। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত চার বছরে এখান থেকে প্রায় দশ হাজার পুলিশ সদস্য সামরিক ও পেশাদার প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এই ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম অঞ্চলজুড়ে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্যসূত্র:
1.Herat Police Academy Graduates 500 Officers in 15th Training Round
– https://tinyurl.com/v8mekxk9


