কাবুলের সুরোবিতে ২২ দশমিক ৭৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র চালু

0
19

কাবুল প্রদেশের সুরোবি জেলায় ২২ দশমিক ৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নাগলু সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। ৬ জানুয়ারি, মঙ্গলবার অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পটি চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দা আফগানিস্তান ব্রেশনা শেরকতের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল বারী ওমর হাফিযাহুল্লাহ বলেন, নাগলু সৌর বিদ্যুৎ প্রকল্পটি বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন—এই দুইটি পৃথক অংশে বাস্তবায়ন করা হয়েছে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে আঠারো মিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক যুগে বিদ্যুৎ মানুষের দেহে রক্ত সঞ্চালনের মতোই অপরিহার্য। দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতার পথে এগিয়ে যেতে ইমারাতে ইসলামিয়া বহুমুখী জ্বালানি উৎস ব্যবহারের দিকে গুরুত্ব দিচ্ছে। নাগলু সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুধু অর্থনৈতিক সুবিধাই বয়ে আনেনি, বরং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও ইমারাতে ইসলামিয়ার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী আবদুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ। তিনি বলেন, বর্তমানে আফগানিস্তানে আবাসিক খাতে পাঁচ হাজার এবং শিল্প খাতে দশ হাজার মেগাওয়াটের অধিক বিদ্যুতের প্রয়োজন রয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতে দেশে মাত্র দুইশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো; তবে ইমারাতে ইসলামিয়া দায়িত্ব গ্রহণের পর এক বছরের মধ্যেই এক হাজার দুইশ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ইমারাতে ইসলামিয়ার অন্যান্য কর্মকর্তারাও পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনকে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

নাগলু সৌর বিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম শুরু হওয়ার মাধ্যমে আফগানিস্তানের জ্বালানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এই প্রকল্প বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়নের পথে ইমারাতে ইসলামিয়ার অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


তথ্যসূত্র:
1.Nearly 23-megawatt Naghlu solar project inaugurated in Surobi, Kabul
– https://tinyurl.com/p8fxebzp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন: সেনাকাঠামোর সব স্তর গুমে জড়িত ছিল
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক অঙ্গনে আবারও বিশ্বসেরা আফগানিস্তানের হেরাতের জাফরান