
বালখ প্রদেশে মাদকাসক্তদের পুনর্বাসনের লক্ষ্যে চিকিৎসাধীন ২৫০ জন মাদকাসক্তকে বিভিন্ন কারিগরি পেশায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইমারাতে ইসলামিয়া।
স্থানীয় কর্মকর্তারা জানান, বালখ প্রদেশের মাদক পুনর্বাসন কেন্দ্রে বর্তমানে প্রায় এক হাজার ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্য থেকে ২৫০ জনকে সেলাই, সূচিশিল্প, জুতা তৈরি, বৈদ্যুতিক ওয়্যারিং এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের মতো পাঁচটি কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণার্থীরা এই কর্মসূচিকে পুনর্বাসন ও ক্ষমতায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। মিরওয়াইস নামের একজন প্রশিক্ষণার্থী বলেন, এই উদ্যোগ তাদের জন্য একটি বড় সুযোগ। তারা আর এমন পথে ফিরতে চান না যা তাদের সম্মান ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। তিনি এই সুযোগ সৃষ্টিকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া হাশমতুল্লাহ নামে আরেক প্রশিক্ষণার্থী জানান, প্রশিক্ষকদের সহায়তায় তারা সূচিশিল্প ও হ্যান্ডব্যাগ তৈরি শিখছেন। তিনি বলেন, তারা এই প্রশিক্ষণে খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। তিনি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাদের প্রয়োজনীয় সরঞ্জাম ও কাজের লাইসেন্স প্রদান করা হলে তারা সম্মানজনক জীবন শুরু করতে পারবেন।
বালখ পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা জানান, এটি প্রদেশটিতে মাদকাসক্তদের জন্য পরিচালিত প্রথম কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি। সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে দুই হাজারের বেশি ব্যক্তি তাদের চিকিৎসা সম্পন্ন করে পরিবারের কাছে ফিরে গেছেন। বর্তমানে পুনর্বাসন কেন্দ্রে ৯৯৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
বালখ প্রদেশে মাদকাসক্তদের জন্য চালু হওয়া এই কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি পুনর্বাসনের পাশাপাশি আত্মনির্ভরশীলতা ও সামাজিক পুনর্গঠনের একটি কার্যকর উদাহরণ হয়ে উঠছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতে এই উদ্যোগের পরিসর আরও বাড়ানো হবে এবং প্রতি বছর অন্তত ৫০০ জনকে এসব পেশাভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যা সমাজকে মাদকমুক্ত ও কর্মক্ষম মানবসম্পদে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র:
1. Vocational Training Programs Launched for Addicts in Balkh
– https://tinyurl.com/5y2m2ykh


