ঝিনাইদহের মহেশপুর সীমান্তে যুবকের লাশ উদ্ধার

0
21

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর সীমান্তে ইছামতি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম জুয়েল রানা (২৪)। তিনি খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে।

৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলার খোসালপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের ভাই অভিযোগ করে বলেন, জুয়েল রানা খোসালপুর গ্রামের মাসুদ, মিলন ও কামরুলের সঙ্গে ধুর ব্যবসা করতো। কয়েকদিন আগে তাদের একটি ব্যাগ হারিয়ে যায়। ওই ব্যাগে টাকা ও মোবাইল ফোন ছিলো। ব্যাগ হারানোকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। তার দাবি, ওই তিন যুবক পরিকল্পিতভাবে জুয়েল রানাকে হত্যা করেছে।

খবর পেয়ে দুপুরে মহেশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/rnzpvpxv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান পুলিশের স্পেশাল ইউনিটের ৫৩২ মুজাহিদের স্নাতক অর্জন
পরবর্তী নিবন্ধআফগান–ইরান সীমান্তে নতুন ট্রানজিট রুট উদ্বোধন, বাণিজ্য সম্প্রসারণে নতুন দিগন্ত