
হেরাত প্রদেশে উৎপাদিত ঔষধি ভেষজ উদ্ভিদ আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। চলতি সৌর বছরের প্রথম নয় মাসে এই প্রদেশ থেকে বিপুল পরিমাণ ঔষধি পণ্য রপ্তানির মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
হেরাত প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদী হাফিযাহুল্লাহ জানান, চলতি সৌর বছরের প্রথম নয় মাসে হেরাত প্রদেশ থেকে মোট ২২ হাজার টন ঔষধি ভেষজ উদ্ভিদ রপ্তানি করা হয়েছে, যার বাজারমূল্য ২,৪২,৬৮,০০০ ডলার। তিনি বলেন, এসব ভেষজ উদ্ভিদ হেরাতেই প্রক্রিয়াজাত করার পর আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়েছে।
রপ্তানিকৃত ভেষজ উদ্ভিদের মধ্যে কালোজিরা, মিষ্টি বায়ান, আদা ও দারুচিনি উল্লেখযোগ্য। এসব পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া ও ইরানে রপ্তানি করা হয়েছে। প্রাদেশিক প্রশাসনের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় চলতি বছরে ঔষধি ভেষজ রপ্তানি তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
হেরাত প্রদেশের ঔষধি ভেষজ রপ্তানির এই অগ্রগতি ইমারাতে ইসলামিয়ার অর্থনীতিকে আরও শক্তিশালী করছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তথ্যসূত্র:
Herat’s Medicinal Plant Exports Triple
– https://tinyurl.com/yr3nmbbp


