সোমালিয়ার মোগাদিশু ও বাইদোয়ায় শত্রু সামরিক ঘাঁটিতে শাবাব মুজাহিদিনের পৃথক অভিযান

0
4

পূর্ব আফ্রিকা ভিত্তিক আল কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল মুজাহিদিন ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দিনালী জেলার অন্তর্গত জুবতা ও বরওয়াকো এলাকায় অবস্থিত শত্রু বাহিনীর দুটি সামরিক ব্যারাক লক্ষ্য করে পৃথক অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে অন্তত ৩ শত্রু সেনা আহত হয়েছে। হামলাগুলোতে বিস্ফোরক ব্যবহার করা হয় বলে জানা গেছে।

অন্যদিকে, এক‌ই দিন দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বে রাজ্যের বাইদোয়া শহরের উপকণ্ঠের বুরজিদ এলাকায় সরকারি মিলিশিয়াদের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদিনরা অতর্কিত অভিযান পরিচালনা করেন। একই সঙ্গে শহরটির ভেতরে থাকা শত্রু বাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হলে একাধিক শত্রু সেনা হতাহত হয় বলে জানা গেছে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/4aj7ykca

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোয় জেএন‌আইএম এর সফল অভিযান: নিহত কমপক্ষে ১৭ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধনাইজারে জান্তা বাহিনীর দুটি সামরিক চৌকিতে জেএনআইএম এর হামলা: দুই মুসলিম বন্দীকে মুক্তি