২.৫ বিলিয়ন আফগানি প্রাক্কলিত ব্যয়ে ২১ উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে ইমারাতে ইসলামিয়া

0
4

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় ক্রয় কমিশনের নিয়মিত বৈঠকে ২১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ’র সভাপতিত্বে ২৭ জানুয়ারি, সোমবার রাজধানীর মারমারিন প্রাসাদে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ পর্যালোচনা করা হয়।

বৈঠকে মোট ৩৩টি প্রকল্প উপস্থাপন করা হলে পর্যালোচনা শেষে প্রায় ২৫০ কোটি আফগানি ব্যয়ে ২১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি সাতটি প্রকল্পে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়। একটি প্রকল্প উন্মুক্ত জাতীয় দরপত্রের মাধ্যমে পুনরায় টেন্ডারের জন্য প্রেরণ করা হয় এবং একটি প্রকল্প স্থগিত করা হয়।

এ ছাড়া ক্রয়সংক্রান্ত জটিলতার কারণে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। দুইটি প্রকল্পের মূল্য পুনর্মূল্যায়ন ও আলোচনার জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদিত ও সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কাবুল, হেরাত প্রদেশ, নানগারহার প্রদেশ, বালখ প্রদেশ ও খোস্ত প্রদেশের বিমানবন্দরের কাস্টমস দপ্তরের জন্য স্ক্যানার ক্রয়; গারদেজ থেকে খোস্ত সড়কের পুনঃনির্মাণ; গজনি ও ফারাহ প্রদেশে পুলিশ কমান্ড সদর দপ্তর ভবন নির্মাণ; সার-ই-পুল প্রদেশে সুলতান ইব্রাহিম বাঁধের সেচব্যবস্থার বিস্তারিত নকশা ও সম্ভাব্যতা সমীক্ষা এবং সার-ই-পুল প্রদেশের কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ প্রকল্প বাস্তবায়ন।

এ ছাড়া কুন্দুজ, হেলমান্দ, পারওয়ান, ফারাহ সহ বেশকয়েকটি প্রদেশে সরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন প্রদেশে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ সংক্রান্ত অসমাপ্ত প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় ক্রয় কমিশনের বৈঠকে অনুমোদিত সব প্রকল্পের অর্থায়ন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিজস্ব তহবিল থেকে করা হবে বলে জানানো হয়। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, জনসেবার সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. NPC Approves 21 Projects Worth Approximately 2.5 Billion AFN
– https://tinyurl.com/4eujv3p7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুলে পেশাদার ভিক্ষাবৃত্তি রোধে ভিক্ষুক পুনর্বাসন কমিশনের কার্যক্রম জোরদার
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে বিচারকের বাসায় ককটেল হামলা