ইমারাতে ইসলামিয়ার পাঞ্জশির প্রদেশে খনিজ সম্পদের বিপুল সম্ভাবনা, আরও ১০টি নতুন রুবি খনি নিবন্ধন

0
0

পাঞ্জশির প্রদেশে নতুন করে আরও ১০টি রুবি খনি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। ২৮ জানুয়ারি, বুধবার এ ঘোষণা দেওয়া হয়। এ উদ্যোগকে অঞ্চলের খনিজ সম্পদ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পাঞ্জশির প্রদেশের গভর্নরের মুখপাত্র সাইফুদ্দিন মানখান জানান, পেট্রোলিয়াম ও খনিজ মন্ত্রণালয়ের একটি প্রযুক্তিগত দল প্রদেশের প্রথম জেলার বিভিন্ন এলাকায় জরিপ পরিচালনার মাধ্যমে এসব রুবি খনির অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে খনিগুলোকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আওতায় আনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এ প্রক্রিয়ার মাধ্যমে খনিজ সম্পদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় তত্ত্বাবধান নিশ্চিত করা হচ্ছে।

ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বর্তমানে সুস্পষ্ট নীতিমালার আওতায় দেশজুড়ে খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাঞ্জশির প্রদেশেও অনুমোদনহীন ও অবৈধ খনন কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, নিবন্ধিত খনিগুলোর মাধ্যমে খনিজ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি প্রাকৃতিক সম্পদের যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।


তথ্যসূত্র:
1.Ten Ruby Mines Formally Registered in Panjshir
– https://tinyurl.com/3pw7tvp3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে বিচারকের বাসায় ককটেল হামলা
পরবর্তী নিবন্ধশরিয়াহ শাসনের মাধ্যমে নারীর নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করল ইমারাতে ইসলামিয়া