তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দিবে: বিএনপি প্রার্থী

0
4

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে পুনরায় আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে এবং এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ না থাকায়, ধানের শীষে ভোট দিবেন।’

গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে দৈনিক আমার দেশ জানায়, সম্প্রতি ভবদহ এলাকায় নির্বাচনি পথসভায় রশীদ আহমাদ জানায়, ওই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সে দাবি করে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। একইভাবে তারেক রহমান ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করছে। পাশাপাশি সে আরও জানায়, আওয়ামী লীগ সমর্থকরা নিজ নিজ আদর্শে রাজনীতি করলেও ভোটের ক্ষেত্রে এবার ধানের শীষে ভোট দেওয়া উচিত।

উল্লেখ্য যে, রশীদ আহমাদ আগে জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিল। বিএনপির শরিক দল থেকে মনোনয়ন পাওয়ার পর সে দলটি থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয় এবং এখন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে।


তথ্যসূত্র:
১। ধানের শীষে ভোট দিলে আ.লীগকে রাজনীতির সুযোগ দেবেন তারেক রহমান
– https://tinyurl.com/3b5w6twj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন অফিসে ককটেল হামলা চালালো সন্ত্রাসী আওয়ামীলীগ
পরবর্তী নিবন্ধবগুড়ায় বিএনপির জনসভায় অর্ধশতাধিক মোবাইল ফোন চুরি