নিজেদের রাষ্ট্র ও মাতৃভূমিতেই পরাধিনতার জীবন-জাপন করতে হচ্ছে আল-আকসার পবিত্র ভূমীর মজলুম ফিলিস্তিনীদের। অন্যদিকে উড়ে এসে ঝেকে বসা দখলদার ইহুদী সন্ত্রাসীরা একের পর এক মুসলিম বসত-বাড়ি ভেঙ্গে নির্মাণ করছে তাদের অবৈধ আবাসস্থল।
এর জন্য সামন্য প্রতিবাদটুকুও করতে পারছেন না ফিলিস্তিনীরা, করলে বুকে নিতে হবে বুলেট নয়ত কারাবন্দী ।
ফিলিস্তিন ভিত্তিক সংবাদ মাধ্যম আশ-শিহাব এর এক প্রতিবেদন হতে জানা যায় যে, শুধু ২০১৯ সালেই দখলদার ইহুদিবাদী ইসরাঈলী সন্ত্রাসী বাহিনী ৫৫০০ এরও অধিক ফিলিস্তিনি মুসলিমকে গ্রেফতার করেছে।
যাদের মধ্যে ১২৮ জন নারী ও ৮৮৯ জনই শিশু।