দেওবন্দ থেকে জমিয়তের ঘোষণা দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে

0
830
দেওবন্দ থেকে জমিয়তের ঘোষণা দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে

জমিয়তে উলামায়ে হিন্দ আরো একবার সিসিএ, এনআরসি, এনপিআরের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। গত সোমবার দেওবন্দে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওলামায়ে হিন্দ নেতাদের উপস্থিতিতে এ বিক্ষোভে অংশ নেন সর্বস্তরের জনগণ।

সমাবেশে বক্তারা বলেন, এটি কোনও বিক্ষোভ নয়, সিসিএ এবং এনআরসি, এনআপপির বিরুদ্ধে একটি প্রতিবাদ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সমাবেশে বক্তারা বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি প্রতিবাদ জানাতে, এটা আমাদের অধিকার।

সরকারের কঠোরতা যত বাড়বে, ততই এই আন্দোলন তীব্র হবে। আমরা আন্দোলন করতে আসিনি, আন্দোলনে নামলে সরকারের পতন হবে। সিএএ এবং এনআরসি হল দেশের মানুষের নাগরিকত্ব ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র।

সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা জাহির আহমেদ, আমির উসমানী, মৌলভী মাহমুদ বাহরাইচি, মাওলানা ইব্রাহিম কাসিমি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশুধু ২০১৯ সালেই ৫৫০০ এরও অধিক ফিলিস্তিনীকে বন্দী করেছে দখলদার ইহুদী সন্ত্রাসীরা!
পরবর্তী নিবন্ধচলতি বছর মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক: আসক